হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় পদ্মায় নৌকা ডুবে কৃষক নিখোঁজ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবে মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুল কুদ্দুস ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস পদ্মার চরে তাঁর জমিতে কৃষিকাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে। আব্দুল কুদ্দুস নদীতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে যায়নি। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

ডুবে যাওয়া নৌকায় থাকা মো. নান্নু মল্লিক বলেন, ‘আমরা চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দূরে এলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘাট থেকে দুটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।’ 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘সকাল ১০টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুজন ডুবুরি এসে দুপুর ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭