হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে আয়শা আক্তার রনি (৪৫) নামে বড় বোন নিহত হয়েছে। এ ঘটনায় ওই ছেলের ছুরিকাঘাতে তাঁর বাবাও আহত হয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দনিয়া রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, তার ছেলে রবিন জিহাদ মাদকাসক্ত। আজকে তার চিকিৎসা করানোর জন্য একটি রিহাব সেন্টারে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁরা। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মেয়ে আয়েশা তাঁদের বাসায় আসে। রবিনের সঙ্গে চিকিৎসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশাকে ছুরিকাঘাত করে সে। মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলের ছুরিকাঘাতে তিনিও আহত হন। 

মোখলেছুর রহমান আরও জানান, আয়েশার স্বামী কামাল হোসেন ইতালিপ্রবাসী। বর্তমানে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে দনিয়ার রসুলবাগ এলাকায় থাকতেন। তার পাশের একটি বাসায় তিনি থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের বাসায় আসে আয়েশা। এ সময় আয়েশার ছোট ভাই রবিন জিহাদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রবিন আয়েশার বুকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন