অপহরণের ৪ দিন পর খালে মিলল শিশুর অর্ধগলিত লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩১
নিহত শিশু আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খালে তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে একই গ্রামের মো. এনার মিয়ার একমাত্র সন্তান।

শিশুর মামা মো. শফিক ভূঁইয়া জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে বল খেলার সময় আব্দুল্লাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে থানায় জানানো হয়। পরে অপহরণকারীরা শিশুর চাচা ও চাচির ফোন করে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা দিলেও শিশুটিকে ফেরত পায়নি। এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ কোম্পানি কমান্ডার র‍্যাব-১৪, সিপিসি-২–তে লিখিত অভিযোগ করা হয়।

আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬