রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা (১) বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে বনগ্রাম রোড পানির ট্যাংকির পাশেরর একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় শিশুটিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, বনগ্রামের ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তাঁরা। সকালে শিশুটির মা খুদেজা আক্তার রান্না করছিলেন। আর তিনি রুমের মধ্যে বসে ছিলেন। এ সময় শিশুটি একাই খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বোনের মধ্যে ছোট ছিল আমেনা। তাঁর বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন। আর মা খুদেজা আক্তার গৃহিণী। তাঁদের বাড়ির ফেনীর সদর উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওয়ারী থেকে একটি শিশুকে মুমুর্ষ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাথরুমে বালতির পানিকে পরে গিয়েছিল। শিশুটির মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারী থানা-পুলিশকে জানানো হয়েছে।