হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। তবে ঢাকা রেলওয়ে থানার এক মামলায় জামিন হওয়ার আগ পর্যন্ত কারাগার থেকে বের হতে পারছেন না আব্বাস। আর মোয়াজ্জেম হোসেন আলাল সব মামলায় জামিন পাওয়ায় তাঁর কারাগার থেকে বের হতে কোনো বাধা নেই।  

জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়। এই ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় জামিন পেলেন তিনি। 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে তাঁর (মির্জা আব্বাস) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। 

মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ঢাকা রেলওয়ে থানায় করা মামলা ছাড়া অপর ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। গত ৩১ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। 

সব মামলায় জামিন পেলেন আলাল: 
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। গত কয়েক দিনে তিনি সব মামলা থেকেই জামিন পান। 

কিন্তু গত ৩১ ডিসেম্বর আলালকে পুরোনো একটি নাশকতার মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। মোয়াজ্জেম হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, পুরোনো নাশকতার যে মামলায় তাঁর (মোয়াজ্জেম) কারাদণ্ড হয়েছিল, সেই মামলায় আজ রোববার তিনি ঢাকার মহানগর দায়রা আদালত থেকে জামিন পেয়েছেন। সব মামলায় জামিন হওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। পল্টন থানার একটি মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন