Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৪৯ লাখ আত্মসাৎ, রেলের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৯ লাখ আত্মসাৎ, রেলের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ রেলওয়ের অর্ধকোটি টাকার সরকারি মালামাল বিক্রির মাধ্যমে আত্মসাতের অভিযোগে রেলের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের সাবেক ঊর্ধ্বতন উপসহকারী দীপক কুমার সিংহ ও মো. আফজাল হোসেন। সরকারে ৪৯ লাখ ৩৩ হাজার ৪৮৬ টাকার মালামাল বিক্রি করে অর্থ অত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ৪০৯ / ৪২০ / ১০৯ ধারা, তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি দীপক কুমার সিংহ ২০২৩ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০১৫ সালে ১০ আগস্ট পর্যন্ত বগুড়া বোনারপাড়ায় কর্মরত ছিলেন। তিনি রেলের এসএসএই, ওয়ে, বোনারপাড়ার দায়িত্বে ছিলেন। তার বদলি পরবর্তী সময়ে বোনারপাড়ায় হিসেবে দায়িত্ব পালন করেন মো. আফজাল হোসেন। তিনি ২০১৫-২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে শ্রী মহেন্দ্ৰ ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ও পরবর্তী ১ বছর মো. আকবর আলী এই দায়িত্ব পালন করেন। পরে আফজাল হোসেন। ২য় দফায় ২০১৮ ওর এপ্রিল থেকে ২০১৯ এর জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন আফজাল। 

আসামি দীপক সিংহয়ের পরে ছয় জন এসএসএই/ওয়ে/বোনারপাড়া হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি তাদের কারও নিকট গোডাউনের চার্জ হস্তান্তর করেননি। গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পিআরএল এ গেলেও এখন পর্যন্ত উক্ত ই/ ৬৭ /এ গোডাউনের চার্জ তার নিকটেই রেখেছেন। 

এজাহারে সূত্রে জানা যায়, সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণ ও নিরাপত্তা প্রহরীদের বক্তব্য থেকে জানা যায়, গোডাউনের কোথাও কোনো ভাঙা নাই। গোডাউনের একমাত্র ফটক ব্যতীত অন্য কোনো পথ নাই, যে দিক দিয়ে গোডাউনে প্রবেশ করে গোডাউন হতে মালামাল বের করা যেতে পারে। 

সুতরাং মাল বের করতে হলে ফটক দিয়ে বের করতে হবে। ফটক সিলগালা করা থাকে এবং গোডাউনের ফটকের চাবি ইনচার্জ দীপক কুমার সিংহের নিকট থাকে। সুতরাং ইনচার্জের উপস্থিতি ব্যতীত অন্য কারও পক্ষে গোডাউনে প্রবেশ করা সম্ভব না। 

এই দুজন আসামি পরস্পর যোগসাজশে ২০১৮ সালের ২৪ এপ্রিলে মালামালগুলো চুরি করেন। একটি প্রতিষ্ঠান সরবরাহ না করে বোনারপাড়া গোডাউন থেকে ৪৪ দশমিক ৩৩ মে. টন স্টীল ৩টি ট্রাকে করে বের করে আত্মসাৎ করেন।

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস