ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে বলেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা তাঁদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তারা পিএসসির সদস্য হিসেবে দায়িত্বে থাকবেন।
মো. সোহরাব হোসাইন এখন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। কমিশনে এখন সদস্য হিসেবে আছেন ১২ জন। নতুন দুজনকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা হবে ১৪ জন।