নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।
এর আগে রোববার মূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
এ দিন সড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত রিকশাচালকদের ধাওয়া করে স্থানীয় বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে চালকেরা। ওই হামলায় বাসযাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে কয়েকটি কলেজের শিক্ষার্থী খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে আবার রিকশা চালকদের ধাওয়া দেয়। পরে রিকশাচালকেরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এরও প্রায় ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রিকশাচালক জয়নাল আজকের পত্রিকা বলেন, ‘রিকশা চলতে না দিলে আমরা না খেয়ে মরে যাব। কি করে খাব?’ তিনি আরও বলেন, ‘আমরা দাবি নিয়ে আসছি, রাজনীতিবিদরা আমাদের পেটাইতে আসে। আমরা কই যাব।’
সোহেল নামে আরেক রিকশাচালক বলেন, ‘কয়েক মাস আগে সমিতি থেকে কিস্তি নিয়ে রিকশাটি কিনছি। এখন যদি চলতে না দেয়, তাহলে আমরা পরিবার নিয়া ক্যামনে চলব? কিস্তির টাকা দেওয়াও কষ্ট হয়ে যাবে।’