হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৮ ফুট লম্বা চুল নিয়ে ঘুরছেন আয়ুব আলী ফকির

উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ)

আয়ুব আলী ফকির। এলাকায় তিনি তাঁর আলাদা জীবনযাপনের কারণে মোটামুটি খ্যাতি পেয়েছেন। তবে খ্যাতি এলাকা ছাড়িয়ে গেছে মাথার চুলের কারণে। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার মানুষটার মাথার চুলের দৈর্ঘ্য আট ফুট! 

চুল ছেড়ে হাঁটতে পারেন না আয়ুব আলী, পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই সঙ্গে জট বেঁধে চুল শক্ত গাছের ছালের মতো হয়ে গেছে। চুল সামলাতে খোপা বেঁধে রাখেন তিনি। 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আয়ুব আলী। জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৫০। 

স্ত্রী মনজিলা খাতুন জানান, বিয়ের সময় স্বামীর মাথার চুল স্বাভাবিকই ছিল। পরে শখ করে চুল কাটা বাদ দিয়েছেন। আয়ুব আলী বলেন, আমার জ্ঞানে আমি চুল লম্বা করেছি। 

চার কন্যা সন্তানের জনক আয়ুব আলী। তাঁর চুল দেখতে অনেকেই বাড়িতে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ তাঁর খুবই প্রিয়। মাঝে মধ্যে উৎসুক জনতা জড়ো হলে গলা ছেড়ে সেই ভাষণ দিয়ে থাকেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গ্রামে নুর মোহাম্মদ কমান্ডারের নেতৃত্বে আনসার বাহিনীতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন। 

হলিমা গ্রামের মো. খায়রুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই আয়ুব আলীর মাথায় লম্বা চুল দেখে আসছি। গ্রামে এমন আর কেউ নেই। 

চুলের কারণে খ্যাতি পেয়েছেন আয়ুব আলী। কিন্তু এই খ্যাতির কল্যাণে তাঁর টানাটানির সংসারের কোনো পরিবর্তন আসেনি। মেয়ে সজিতা বলেন, তাঁর বাবার কোনো সহায় সম্বল বলতে কিছুই নেই। মানুষের সহযোগিতায় খেয়ে না খেয়ে বেঁচে আছেন। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, লম্বা চুলের অধিকারী আয়ুব আলীকে সার্বিক সহযোগিতা করা হবে। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য