নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলাকারীবাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সুধী সমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী টিকিট কেটে মেট্রোরেলে উত্তরা উত্তর থেকে যাত্রা শুরু করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের পাশেই উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে এ সুধী সমাবেশস্থলে পৌঁছে তিনি ফলক উন্মোচন করেন। এ সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোনসহ অন্যদের নিয়ে মঞ্চে আসেন এবং উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ভাষণ দিয়ে দিয়াবাড়ী স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে দুটি তেঁতুলগাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী স্টেশনের দোতলায় টিকিট কেটে তৃতীয় তলায় যাবেন। তৃতীয় তলা থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁওয়ে যাবেন।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন: