Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
মো. ফয়সাল মোল্লা। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মোল্লা (৩১) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মোল্লা বেলাব উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী। তিনি জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।

জানা গেছে, প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসের কাজে মোটরসাইকেলে করে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মমতাজ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’

তাঁর সহকর্মী প্রকৌশলী মো. গোলাম সারোয়ার বলেন, ‘অফিশিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। বেলা ২টা পাঁচ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।’

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে।’

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত