গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার পুকুরে পড়ে গাড়িচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম পলাশ মোল্লা (৩৮)। তিনি ফুকরা দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাইভেট কারচালক পলাশ মোল্লা ঢাকা থেকে নিজ গ্রাম ফুকরায় আসার পথে রাত ১টার দিকে ফুকরার বউ বাজারের কাছাকাছি স্থানে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সড়কের পাশে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ভোরের দিকে লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পলাশ মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।