র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘যেকোনো নাশকতা মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, র্যাবের গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবু আত্মতুষ্টিতে নেই বাহিনী।’
এম খুরশীদ হোসেন আরও বলেন, ‘দুয়ারে বঙ্গাব্দ ১৪৩০। পয়লা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানা ধরনের প্রস্তুতি। এ বছর মঙ্গল শোভাযাত্রা থাকছে, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও।’
রমনার বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। একই সঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। পয়লা বৈশাখের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।