Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

কনে মেহেরুন আক্তারের শখ ছিল তাঁকে নিতে বর আসবেন হেলিকপ্টারে চড়ে। শখের কথা জানান বর আল আমিন শ্রাবণকে। জীবনসঙ্গী হতে যাওয়া স্ত্রীর আবদার পূরণে রাজি হয়ে যান তিনি। নিজ বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান। 

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বর। ব্যতিক্রমী এই যাত্রায় খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান সেখানে। 

বরের বন্ধু আতাউর রহমান বলেন, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে ঠিক হয়। তাঁর স্ত্রী হীরা চেয়েছিলেন তাঁর বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসুক। তাই স্ত্রীর শখ পূরণে রাজি হন শ্রাবণ। 

হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় ভিড় করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকাএদিন হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মাঠে ভিড় জমায়। 

যাত্রার বিষয়ে শ্রাবণ বলেন, ‘এটা শুধু আমার স্ত্রীর একার শখ নয়, আমার মা-বাবাও চেয়েছেন আমি তাঁর শখ পূরণ করি। আমি আমার শুভদিনে কাজটি করতে পেরেছি এ জন্য আলহামদুলিল্লাহ।’ 

নিজের ব্যতিক্রমী শখের বিষয়ে কনে হীরা বলেন, ‘ছোটবেলা থেকে শখ ছিল, আমার বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। এখন আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। বিষয়টি সত্যি হতে যাচ্ছে দেখে ভালো লাগছে।’

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে