হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে বন্দী যুদ্ধাপরাধ মামলার আসামির হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা ময়মনসিংহের ফুলপুরের গিয়াস উদ্দিন খান অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ।

৮০ বছরের বেশি বয়স হওয়ায় গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ তারিখ থেকে তাঁকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এমনটা জানিয়ে সুভাষ কুমার ঘোষ বলেন, ‘সোমবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে গিয়াস উদ্দিন কারাগারে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা বিচারাধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার মরদেহ পরিবারের পক্ষ থেকে কেউ গ্রহণ করেছে কী না বলতে পারছি না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭