হোম > সারা দেশ > ঢাকা

যৌথ নদী রক্ষায় সরকারকে বলিষ্ঠ পদক্ষেপের আহ্বান আইএফসির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের যৌথ নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পক্ষ থেকে বলিষ্ঠভাবে কথা বলা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)। আইএফসির আয়োজনে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘ফারাক্কা লং মার্চ ডে ২০২৩’ উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান করেন বক্তারা। 

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইএফসি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস আই খান। তিনি বলেন, বিগত কয়েক দশক ধরে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ না আসায়, বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে। মারাত্মক ক্ষতিকারক সাগরের পানির লবণাক্ততা উপকূল থেকে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রাকৃতিক প্লাবনভূমির অধিকাংশ এলাকায় এখন আর বর্ষার পানি আসে না। ফলে দেশীয় প্রজাতির মাছসহ অনেক জলজ প্রাণী; শেওলা, শালুক, শাপলা এবং আরও অনেক জলজ উদ্ভিদ বহু জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানিবঞ্চিত গঙ্গা ও তিস্তা অববাহিকায় অনেক নদী মরে গেছে এবং মরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এমন অবস্থায় মানুষের জীবন-জীবিকা বিপন্ন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী ও পানিবিষয়ক আইন মেনে চললে ভাটির দেশ বাংলাদেশে এমন পরিবেশগত বিপর্যয় দেখা দিত না। প্রাকৃতিক সম্পদ নদীকে রাজনৈতিক বর্ডারে ভাগ করা বা আটকে দেওয়া যায় না। উজানে এমন কিছু করা সমীচীন নয়, যার ফলে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। সব যৌথ নদী উৎস থেকে সাগর পর্যন্ত প্রবহমান থাকতে হবে। তা না হলে নদীগুলো মরে যাবে। বাংলাদেশের নদী পরিবেশগত বিপর্যয় সম্পর্কে বৃহৎ প্রতিবেশী ভারতসহ সারা দুনিয়ার পানি বিশেষজ্ঞরা অবহিত ও সোচ্চার। এ নিয়ে কথা বলা কারও বিরুদ্ধে শত্রুতা নয়। যৌথ নদীর পানির সঠিক ব্যবহার এবং নদী অববাহিকার উজান ও ভাটির অধিবাসীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী কাজ চলছে। তা ছাড়া নদী বাঁচবে না। বাংলাদেশের উচিত এ কথা বলিষ্ঠভাবে বলে বিপর্যয় এড়ানো এবং নদীর প্রবাহ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

অনুষ্ঠানে বক্তারা মাওলানা ভাসানীর দূরদৃষ্টির প্রশংসা করেন এবং সবাইকে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার আন্দোলনে ৯৬ বছর বয়সে দেওয়া তাঁর শিক্ষা অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে আইএফসি নিউইয়র্কের চেয়ারম্যান আতিকুর রহমান সালুর অসুস্থতায় সমবেদনা জানানো ও তাঁর আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

আইএফসির সমন্বয়কারী মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজুসহ আরও অনেকে।

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার