হোম > সারা দেশ > ঢাকা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

লুৎফুজ্জামান বাবার এবার ১০ অস্ত্র আটকের ঘটনায় অপর মামলাতেও খালাস পেয়েছেন। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এবং সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা পৌনে ২টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাঁকে রিসিভ করে নিতে আসেন তাঁর পরিবারের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।

বাবরের মুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক কারাফটকে ভিড় করেন। তাঁদের ভিড় সামলাতে না পেরে কারাগারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। মুক্তির পর বাবরকে বহনকারী গাড়ি কারাগারের মূল ফটকের দিকে আসতে দেখে নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অভ্যর্থনা জানান। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

লুৎফুজ্জামান বাবরের শ্যালক সাদাত রহমান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মুক্তির পর তিনি নিজ গাড়িতে করে জিয়ার মাজারের উদ্দেশে রওনা হন। সেখান থেকে রাজধানীর গুলশানের বাসায় ফেরেন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হলো।

গাজীপুরে জমি অধিগ্রহণ: ‘ক্ষতিপূরণের ভবন’ সারি সারি

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় পদ বঞ্চিতদের হট্টগোল–ভাঙচুর

কর না কমালে গ্রামের মানুষকে সুলভে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়: গোলটেবিল বৈঠকে বক্তারা

মুগ্ধকে পুলিশই গুলি করে হত্যা করেছে: ভাই স্নিগ্ধ

সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছাত্রলীগের বেনজীর হোসেন নিশি রিমান্ড শেষে কারাগারে

রাজউক ৫ ও ৭ অঞ্চলের নকশা অনুমোদন নিয়ে জমির মালিকদের সঙ্গে সভা

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান রইছ উদ্দিন

সেকশন