হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল আত্মসাৎ করতে খুন: রূপগঞ্জে সাব্বির হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল আত্মসাতের উদ্দেশ্যে সাব্বির রহমান নামের এক নির্মাণশ্রমিককে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার আব্দুল হামিদের ছেলে আনিসুর রহমান ও ইব্রাহিম আলীর ছেলে মিজানুর রহমান।

পুলিশ কর্মকর্তা কাইউম বলেন, হত্যায় অভিযুক্ত তিনজন ও ভুক্তভোগী বন্ধু। তাঁরা পেশায় নির্মাণশ্রমিক। ২০২১ সালের নভেম্বরে সাব্বির একটি দামি মোবাইল ফোন কেনে। এই মোবাইলটি আত্মসাতের জন্য আশরাফুল, আনিস ও মিজান মিলে ২০২১ সালের ২০ নভেম্বর সাব্বিরকে হত্যা করেন। নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড ও জিআই তার দিয়ে ফাঁস বানিয়ে সাব্বিরকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনার পর লাশ নির্মাণাধীন একটি ভবনের নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বেবিচক কর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রেলভবনে অবস্থান নিয়েছে টিএলআর শ্রমিকেরা

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে