হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোবাইল আত্মসাৎ করতে খুন: রূপগঞ্জে সাব্বির হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল আত্মসাতের উদ্দেশ্যে সাব্বির রহমান নামের এক নির্মাণশ্রমিককে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার আব্দুল হামিদের ছেলে আনিসুর রহমান ও ইব্রাহিম আলীর ছেলে মিজানুর রহমান।

পুলিশ কর্মকর্তা কাইউম বলেন, হত্যায় অভিযুক্ত তিনজন ও ভুক্তভোগী বন্ধু। তাঁরা পেশায় নির্মাণশ্রমিক। ২০২১ সালের নভেম্বরে সাব্বির একটি দামি মোবাইল ফোন কেনে। এই মোবাইলটি আত্মসাতের জন্য আশরাফুল, আনিস ও মিজান মিলে ২০২১ সালের ২০ নভেম্বর সাব্বিরকে হত্যা করেন। নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড ও জিআই তার দিয়ে ফাঁস বানিয়ে সাব্বিরকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনার পর লাশ নির্মাণাধীন একটি ভবনের নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়