হোম > সারা দেশ > ঢাকা

আজও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানা হচ্ছে না বাসে। নির্দেশনা বাস্তবায়নের দ্বিতীয় দিনেও একই চিত্র দেখা গেছে রাজধানীতে চলা বাসগুলোতে। দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে। বাসের যাত্রী, সহকারী ও চালক কারও মুখে ঠিকমতো নেই মাস্ক। 

আজ রোববার গণপরিবহনে বিধিনিষেধ বাস্তবায়নের দ্বিতীয় দিনে রাজধানীর বেশির ভাগ রুটের বাসের স্বাস্থ্যবিধির চিত্র ছিল এমন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বিধিনিষেধের আগে বাস যেভাবে চলত, এখন ঠিক সেভাবেই চলছে। স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএর কোনো নির্দেশনা মানতে দেখা যায়নি রাজধানীর বাসগুলোতে। বাস ভর্তি করে যাত্রী তুলছেন চালকেরা। কারও মুখে মাস্ক থাকছে, কারও আবার থাকছে না। কেউ তদারকিও করছে না এসব।

নির্দেশনা না মানার বিষয়ে রাজধানী পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, ‘মাস্ক পরা নিজের দায়িত্ব। কেউ কাউকে জোর করে তো আর মাস্ক পরাতে পারবে না। এখন আমরা আর করোনার ভয় করি না। তাই যতটুকু  স্বাস্থ্যবিধি মানার দরকার আমরা চেষ্টা করছি। রাস্তায় যাত্রীদের চাপের কারণে অতিরিক্ত যাত্রী নিতে হচ্ছে বাসে।’ 

বিধিনিষেধ নিয়ে নাজমুল হোসেন নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সবকিছু খোলা রেখে বিধিনিষেধ পালন করা সম্ভব হবে না। যদি করোনা পরিস্থিতি খারাপের দিকেই যায়, তাহলে সরকার সব বন্ধ করে দিক। তখন মানুষ ঘরে থাকবে। চলমান বিধিনিষেধে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।’ 

এদিকে বাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। যেসব জায়গায় অভিযান চলছে, সেখানে কিছুটা কৌশলী হচ্ছেন বাসচালকেরা। বাসে যদি অতিরিক্ত যাত্রী থাকে, ভ্রাম্যমাণ আদালতের আগে বাড়তি যাত্রী নামিয়ে দিচ্ছে বাসগুলো, যাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করতে না পারে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭