ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে সৈয়দ মোছাব্বের হোসেন (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে তথ্য নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ।
সৈয়দ মোছাব্বেরকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী রানা আহমেদ জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দ মোছাব্বেরের মরদেহ মর্গে রাখা হয়েছে।