Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত
ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ছবি: সংগৃহীত

অর্থ পাচার মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর বংশাল থানায় ফৌজদারি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর জামিন লাভ করেন ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ওই মামলায় তাঁর নামে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ১৬ জুলাই তাঁর নামে অভিযোগ গঠন হয়। পরে হাইকোর্ট থেকে ফৌজদারি মামলাটি ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে অর্থ পাচার মামলার কার্যক্রম চালু থাকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

২০১৮ সালের চাকরি আইনের ৩৯ (২) ধারায় বলা আছে, (২) কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে, অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত রূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু