Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞার এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।’

দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

কক্সবাজারে মানবিক সহায়তা জোরদারে কাজ করবে ব্র্যাক ও ইইউ

বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাটে নিষেধাজ্ঞা

তিন ফ্লাইটের হজযাত্রীদের আগামীকাল সকাল ৬টার মধ্যে হজ ক্যাম্পে উপস্থিতির অনুরোধ

টাঙ্গাইলের মধুপুরে শিশুদের শব্দ গড়ার ‘বর্ণমেলা’

তুরাগে জমি দখল নিয়ে সংঘর্ষে পুলিশ-নারী-শিশুসহ আহত ৯

এসবির সাবেক প্রতিবেদক শামসুল হকের গাড়ি জব্দের নির্দেশ

‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা’

সিগারেটের দাম বাড়ালে রাজস্ব বাড়বে ৪০ শতাংশ

৩২ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ পাপনের নামে দুদকের মামলা

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২১৭ জনের নামে মামলা