Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ঘরোয়া বৈঠক থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী আটক

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে ঘরোয়া বৈঠক থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী আটক

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় অভিযান চালিয়ে অর্ধশত নেতা–কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করার পর তাঁদের টঙ্গী পূর্ব থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বিএনপির নেতা–কর্মীদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি। শুধু বলেছেন, আটক নেতা–কর্মীর সংখ্যা অর্ধশতাধিক হবে।

শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর নিজ বাসভবন প্রাঙ্গণে টঙ্গীর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলোচনা হচ্ছিল। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে নিরপরাধ নেতা-কর্মীদের আটক করেছে।

সালাহ উদ্দিন সরকার আরও বলেন, প্রস্তুতি সভা চলাকালে বিপুলসংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে সন্ধ্যায় পুলিশ বাড়িতে ঢুকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নেতা-কর্মীদের মধ্যে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদও রয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, সভা থেকে তাঁকেও আটক করে পুলিশের গাড়িতে ওঠানো হয়। পরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল