হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় এনজিও পরিচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে। 

যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস। 

মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। 

রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে