হোম > সারা দেশ > গাজীপুর

‘শুনছি আমার নাতি ইউক্রেনে যুদ্ধ করছে’

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এতে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী দম্পতির ছেলে মোহাম্মদ তায়িব (১৮)। এ নিয়ে তাঁর স্বজনেরা এখন খুবই উদ্বিগ্ন।

তায়িবের বাবা হাবিবুর রহমান আইয়ুব একজন প্রবাসী। হাবিবুরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।

হাবিবুরের মা গোল মেহের আজকের পত্রিকাকে বলেন, ‘তায়িব আমার বড় ছেলের ঘরের বড় নাতি। শুনছি সে বিদেশের (ইউক্রেন) হয়ে যুদ্ধ করছে। ওই দেশে যুদ্ধের ঘটনা শোনার পর থেকে আমার দুচোখে ঘুম আসে না। আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ছেলে ও নাতনিদের তুমি হেফাজত করো।’

গোল মেহের বলেন, ‘হাবিবুর আমার অনেক সাধনার ধন। সে আমার বড় ছেলে। হাবিবুর ইউক্রেনে থাকে ৩০-৪০ বছর হবে। সে ওই দেশে বিয়ে করেছে। ওই দেশে তাঁর দুইটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার ছেলে বলেছিল দেশে আসবে। যুদ্ধ লাগছে, এখন কেমনে দেশে আসবে? এখন আল্লাহ যদি তাদের হেফাজত করে।’

তায়িবের ছোট চাচা রাসেল হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমার বড় ভাই তাঁর পরিবার নিয়ে সেখানে আশ্রয়ে রয়েছে। অনেক কষ্টে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে খাবারের অনেক কষ্ট করছে। গত মঙ্গলবার রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা হয়, তখন তিনি বলছিলেন, ইউক্রেন সরকার এবং ওই দেশের বর্ডার গার্ড কাউকে ইউক্রেন থেকে অন্য দেশে যেতে দেয় না।’

রাসেল হোসেন বলেন, ‘ভাই আমাকে জানিয়েছে, তাঁর বড় ছেলে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ এখন তায়িব।’

রাসেল হোসেন আরও বলেন, ‘তায়িব ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিল। ছোটবেলায় আমরা তাকে দেখেছি গায়ের শক্তি ও সাহসের দিক দিয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে। চিন্তাশীল স্বভাবের ছেলে ছিল তায়িব। নিজের চিন্তাকে প্রাধান্য দিয়ে তার বাবাকে বুঝিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে তায়িব। এখন যদি তাদের বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো তারা দেশে ফিরে আসতে পারবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭