গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুলাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন দিনাজপুর জেলার মোড়ালিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় খোলাবাজারে সবজি বিক্রি করতেন।
নিহতের বোন আনোয়ারা বেগম বলেন, ‘আমার ভাই মাওনা চৌরাস্তা এলাকায় শাক-সবজির ব্যবসা করে সংসার চালাতেন। খুবই কষ্টে সংসার চলছে, এ জন্য আমি ভাইয়ের জন্য এক বস্তা চাল, ডাল, একটি বৈদ্যুতিক পাখা কিনে তাঁকে খবর দিই নেওয়ার জন্য। এরপর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ মোর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মিনি কাভার্ড ভ্যানের চাপায় দুলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনায়কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।