হোম > সারা দেশ > রাজবাড়ী

বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছুটছে মানুষ, ফেরিঘাটে ভিড়

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে ছুটছেন কর্মজীবী মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহনে করে মানুষ ঘাটে এসে নামছেন। 

আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত ফেরিঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ দৌলতদিয়া ঘাটে আসছেন নদী পাড়ি দিতে। তীব্র স্রোতের কারণে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় পরপর ঘাটে ফেরি আসায় পন্টুনের ওপর যাত্রীদের অনেক ভিড় দেখা যায়। এ সময় অনেক যাত্রীরা ছাতা মাথায় আবার কেও ভিজে ফেরির জন্য অপেক্ষা করতে থাকেন

অপরদিকে গত দুই দিনের মত আজও ঢাকা,-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লাখ করা গেছে। শিমুলিয়া কাঠালবাড়িয়ার অনেক গাড়ি এই পথে আসার কারণেই এই সিরিয়াল বলে মনে করছেন অনেকে। 

ব্যবসায়ী আবদুল কাদের পরিবার নিয়ে ঢাকা মিরপুর থাকেন। ঈদের সময় গ্রামের বাড়ি রাজবাড়ীর ছোটভাকলায় আসেন। কঠোর বিধিনিষেধে সব বন্ধ থাকায় বাড়িতেই ছিলেন। তিনি বলেন, এখন তো আস্তে আস্তে সব খুলে যাচ্ছে বিধিনিষেধ নাই। পেটের তাগিদে আর অপেক্ষা করতে না পেরে বৃষ্টিতে ভিজেই স্ত্রী সন্তানসহ ঢাকা যেতে হচ্ছে। 

ফরিদপুরের মধুখালী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ঘাট পারি দিতে ঘাটে আসা রিপন শেখ বলেন, কিছুই করার নাই সংসার চালাতে হলে পরিবার পরিজনদের নিয়ে বাঁচতে হলে কাজ করতেই হবে। তাই ঝুঁকি নিয়েই ঢাকা যাচ্ছি। 

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে যাত্রীদের আসতে দেখা যায়। ফেরিতে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমজীবী মানুষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন আহম্মেদ বলেন, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যাত্রীর চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৫টি ফেরি চালানো হচ্ছে। এ ছাড়াও আরও দুটি ফেরি যোগ হওয়ার কথা আছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭