হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সম্মেলনের জন্য ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পিছিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ঢাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। তবে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই ঘোষণা দেন।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। এরই মধ্যে ২০ দলীয় জোটের ১১টি দলসহ আরও কয়েকটি দল এই কর্মসূচি ঘোষণা করেছে।

ওই একই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এ অবস্থায় সংঘাত এড়াতে ঢাকার কর্মসূচি পালনে তারিখ পরিবর্তন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটের সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির জাতীয় সম্মেলনের জন্য বিএনপির গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তনের প্রত্যাশা করেছেন। তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।’ তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে জানান নজরুল।

নজরুল ইসলাম খান বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যথাযথ নির্বাচনের দাবি আদায়ের যে লড়াই, সে জন্য জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালের এই দিনে বর্তমান সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।’

বিএনপির সঙ্গে একাত্ম হয়ে বিভিন্ন রাজনৈতিক দল, যারা একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তাদের ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে বলে আশা করছি।’

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন বিএনপিকে দাওয়াত দেওয়া হলে যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিতে যদি বলে কোনো শব্দ নেই। যদি দাওয়াত দেওয়া হয়, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা