ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।
এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম ঘোষণা করেন আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে, সেই ওয়ার্ডকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।’