রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন তিনি। নিহতের ভাই বলছেন, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর আবার একজন সেটি উত্থাপন করেছে। এটি রহস্যজনক। তাঁর ভাইকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল।
মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ।
মনোয়ার হোসেনের ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেজো ভাইকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ, তাঁর সঙ্গে সকালেও আমার কথা হয়েছে। আমি তাঁকে সকালে টাকা পাঠিয়েছি। তিনি টাকা পেয়ে আমাকে হাসিখুশি ভাবে ধন্যবাদ জানিয়েছেন।’
ওই চিকিৎসকের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসার উদ্দেশ্য সম্পর্কে মনিরুল হক বলেন, ‘তাঁর অডিট আপত্তিটার সমাধান হয়েছিল, এরপরও একজন পুনরায় সেই বিষয়টি উত্থাপন করেছে। এটা রহস্যজনক। আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ আমাদের জানিয়েছে।’