গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে রক্ষা করতে তাঁর ছেলে এগিয়ে এলে তাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। আনন্দদ্বীপ হাউজিংয়ে নিজ ভাড়া বাসার সামনে গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত আছেন। তিনি আগে গাজীপুরে কর্মরত ছিলেন। সেই কারণে তাঁর পরিবার গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় আনন্দদ্বীপ হাউজিংয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় শফিকুল ইসলাম টাঙ্গাইল থেকে নিজ পরিবারের কাছে বাসায় আসছিলেন। বাসায় প্রবেশ করার সময় বাসার সামনে কয়েকজনের সঙ্গে শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় তারা পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
এ সময় তাঁকে বাঁচাতে তাঁর ছেলে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে টহল পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পরে আহত পুলিশ অফিসার শফিকুল হাসপাতালে চিকিৎসা শেষে রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় গাজীপুর মেট্রো সদর থানার এসআই জহিরুল ইসলামের বাসায় থাকেন।
গাজীপুর মেট্রো সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের বুকের বাম পাশে ও বাম কানের ওপরে গভীর জখম হয়েছে। এ ছাড়া শরীরের নানা জায়গায় কোপানোর চিহ্ন আছে। তাঁর ছেলের বাম হাতের কবজিসহ বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আজ মঙ্গলবার তিনি নিজ বাসায় ফিরে গেছেন। শফিকুলের ওপর হামলার বিষয়টি মীমাংসার জন্য আনন্দদ্বীপ হাউজিংয়ের নেতারা চেষ্টা করছেন। আমরা বলেছি, আগে রোগী সুস্থ হোক। তারপর দেখা যাবে কী করা যায়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম ঘটনা শুনেছেন বলে জানান।