টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অটোস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মাহবুব হাসান কাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি প্রমুখ বক্তব্য দেন।