হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে এগারো সিন্ধুর ইঞ্জিন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ছেড়ে গেল ট্রেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এগারো সিন্ধুর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকালে স্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ছাড়তে বিলম্ব হওয়ায় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে ভৈরব-কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

রেল সংশ্লিষ্টরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনের নিচে কোনো প্রকার মাটি ও পাথর না থাকায় ইঞ্জিনটি হেলে পড়ে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনের বগি টেনে নিয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। বেলা ৩টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করে। 

এ বিষয়ে এগারো সিন্ধুর ট্রেনের চালক আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ট্রেনটি ভৈরব স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। 

তিনি আরও বলেন, ইঞ্জিনটি ব্রেক করার সময় এ ঘটনা ঘটেছে।  

এ বিষয়ে ভৈরব রেলওয়ে বিভাগের আই ডব্লিউ মো. আশিকুর রহমান বলেন, কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনটি ভৈরব স্টেশনে শান্টিং করার সময় ব্রেক ফেল করে। সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধারে কাজ শুরু করে। এ ছাড়া যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে অন্য আরেকটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কিশোরগঞ্জ পাঠানো হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন