Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আব্দুল বারিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। তিনি পেশায় একজন পান বিক্রেতা। 

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার পান দোকানি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে ওই সময় বৃদ্ধ নিজের দোকানে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় দ্রুত গতির ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে হুকে আটকে থাকেন। পরে ৮টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে দাঁড়ালে মৃত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। সকাল ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লালমাটিয়ায় তরুণীকে মারধর: স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা