হোম > সারা দেশ > ঢাকা

অপহরণের শিকার স্কুলছাত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পিরোজপুরে অপহরণের শিকার সেই স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণে জড়িত জুম্মন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন র‍্যাবের এএসপি মোশারফ হোসেন। গ্রেপ্তার জুম্মনকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেপ্তার করা হয়। জুম্মনের (১৯) বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ যাত্রামুড়া এলাকায়। ২৩ এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে পিরোজপুর থেকে অপহরণ করেন জুম্মন ও তাঁর সহযোগীরা। 

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে জুম্মনের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে জুম্মন তাকে নানা ভয়ভীতি দেখান এবং কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ২৩ এপ্রিল মঠবাড়িয়ার বাহালীপট্টি এলাকা থেকে অপহরণ করা হয়। 

এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব-১১-এর গোয়েন্দা দল তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লায় অভিযান চালায়। সেখান থেকেই ভুক্তভোগীকে উদ্ধার করে র‍্যাব। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন