হোম > সারা দেশ > ঢাকা

মায়ের আপত্তিতে দুই সন্তানের জামিন মেলেনি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন মা নিজেই। সেই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন এক ছেলে, এক মেয়ে ও মেয়ের স্বামী। আর জামিন ঠেকাতে আদালতে আসেন ৭২ বছরের বৃদ্ধা মাও। তাঁর আপত্তির কারণে আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। 

খুরশিদা আক্তার নামের ওই বৃদ্ধা আদালতকে বলেন, তাঁর ছেলে ব্যবসায়ী। মেয়ে ও জামাতা সরকারি কর্মকর্তা। তাঁদের কোনো অভাব না থাকা সত্ত্বেও সম্পত্তির জন্য তাঁকে তাঁরা মারধর করেন। দুই সন্তানকে জামিন দিলে তাঁকে তাঁরা মেরে ফেলবে বলে শঙ্কা বৃদ্ধার। 

আসামিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি বলেন, ‘আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলা করেছেন। এ মামলার আগে তাঁরা মায়ের বিরুদ্ধেও মামলা করেছেন।’ 

আদালতের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমি আদালতের কাছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে তাঁদের জামিন নামঞ্জুর করেছেন এবং বলেছেন, তাঁদের জামিন দেওয়া সম্ভব না। হাইকোর্ট আসামিদের ভর্ৎসনা করে বলেছেন, যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সে কোনোভাবেই ভালো হতে পারে না।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য