Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মো. সৈকত (১৯)। পুলিশ বলছে, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার নাম জানায়নি পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে ঘটনাটি ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।

নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, ‘গত কয়েকমাস আগে সে চাকরি নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে কারখানা থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট শাহানূর ফোন করে জানায় সৈকত ফোন রিসিভ করছে না। এরপর আমি বেশ কয়েকবার তাঁকে ফোন করলেও ফোন রিসিভ করেনি। রাত সাড়ে ১০টার পর রাস্তার পাশে মরদেহ পড়ে রয়েছে এমন খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ভাতিজার রক্তাক্ত মরদেহ। ঘাড়ে, গলায় ও পেটে একাধিক আঘাত রয়েছে। তবে কী কারণে খুন করেছে, কে খুন করছে এ বিষয়ে বলতে পারব না।’

নিহত সৈকতের রুমমেট শাহানূর বলেন, ‘রাত ৮টার সময় কারখানা থেকে একসঙ্গে বের হই। এরপর দুজন মিলে কারখানার পাশে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়ি খেয়ে সৈকতকে বলছিলাম চল বাসায় চলে যাই। কিন্তু সৈকত বলল তার কাজ আছে পরে আসবে। কিন্তু রাত ৯টা বেজে গেলেও বাসায় ফেরেনি। এরপর আমি তার মোবাইল ফোনে বহুবার কল করছি কিন্তু ফোন বাজে ঠিকই কিন্তু রিসিভ হয় না। পরে আমি তাঁর চাচার বাসায় আসি। একটু পর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে দৌড়ে যাই। সৈকতের সঙ্গে কোনো মেয়ের প্রেমের সম্পর্ক ছিল কিনা আমি জানি না। সৈকতও কোনো দিন আমাকে বলেনি। তবে সে রাত জেগে কারও সঙ্গে ফোন আলাপ করত।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাঈয়িদা ইমরোজ ইমা বলেন, মৃত অবস্থায় স্বজনেরা সৈকতকে হাসপাতালে নিয়ে আসে। ধারালো অস্ত্রে উপর্যুপরি আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিক সৈকতকে খুন করেছে। আমরা সাবেক প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা করছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’ তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার পরিচয় জানাননি তিনি।

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

শিশুটি অবক্ষয় আর বিচারহীনতার বলি

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর

নিষিদ্ধ ৯ হিযবুত কর্মী রিমান্ডে, কারাগারে ১৩

ঢাবিতে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল

সিদ্ধিরগঞ্জে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী