হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

ইমরান হোসেন শিশির গাজীপুরের কাপাসিয়া সদরের সাফাইশ্রী গ্রামের বাসিন্দা। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পরে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান হোসেন শিশিরকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। তিনি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ছয় বছর আগে একই কলেজে পড়ার সময় শিশিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিগত বছরগুলোতে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় তাঁরা সময় কাটিয়েছেন। তাঁদের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে। বিয়ের কথা বললে পদে থেকে বিয়ে করা যাবে না বলে জানান শিশির। ছাত্ররাজনীতি পর্ব শেষ হওয়ার পর তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। ওই নারী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমরান আর তাঁর ফোন ধরছেন না। শিশির তাঁকে এড়িয়ে চলছেন। বিষয়টি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকেও জানিয়েছেন।

এদিকে গতকাল রোববার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এক সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী ওই নারী। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, শিশিরের বিরুদ্ধে করা তাঁর আগের অভিযোগ মিথ্যা। ইমরান হোসেন শিশিরের প্রতিপক্ষের লোকজন তাঁকে জোর করে ভয় দেখিয়ে জবানবন্দি নিয়ে তা ভিডিও করেছেন। তাঁর ফোন থেকে তাঁদের ব্যক্তিগত কল রেকর্ড ও ভিডিও ফুটেজ নিয়ে শিশিরকে ব্ল্যাকমেল করা হয়েছে। এসব অভিযোগ মিথ্যা বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইমরান হোসেন শিশির আজকের পত্রিকা বলেন, ‘আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য একটি মহল এই ষড়যন্ত্র করেছে। সেই সঙ্গে সামাজিকভাবে আমাকে ছোট করতে একটি মহল উঠেপড়ে লেগেছে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন