Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা গত মাসের (অক্টোবর) বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। তাতে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার তারা একই দাবিতে অবরোধ করে। পরে শুক্রবার বিরতি দিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় মহাসড়ক অবরোধ করে। দিনভর অবরোধ করার পর রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে তারা আজও মহাসড়কের একই স্থানে অবরোধ করে।

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

শিল্পপুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছে। গত কয়েক মাসের মতো চলতি মাসেও বেতনের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা।

বেক্সিমকোর শ্রমিক আজিজুল হক বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। বেতনটা সময়মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না। বেতন দিক, আমরা কাজে চলে যাব।’

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

শ্রমিক রাজিয়া আক্তার বলেন, ‘বেতন না দিলে আইজকা আর সড়ক থাইকা যাইতাছি না। সড়ক বন্ধ না করলে সরকারের টনক নড়ে না। হেরা আমাগো কথা হোনবার চায় না।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ