হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শিক্ষার্থীদের তোপের মুখে জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

কিশোরগঞ্জ ও বাজিতপুর প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভাগলপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আল্পনা আক্তার। আজ রোববার দুপুরে জহুরুল ইসলাম নার্সিং কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।

স্বেচ্ছাচারিতাসহ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ এনে কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন কলেজটির অধ্যক্ষ।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ আল্পনা আক্তার শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালাতেন। বিভিন্ন রকম দুর্নীতি করেন। নানা সময় শিক্ষার্থীদের কাছ থেকে সোফা, আইফোন, অধ্যক্ষের জন্মদিনে ডায়মন্ড আংটি, দামি শাড়ি নিয়েছেন। কোনো ব্যাচের শিক্ষার্থীরা এসব দিতে না চাইলে তাঁদের দীর্ঘদিন নানান কায়দায় একই বিভাগে আটকে রাখতেন। এ ছাড়া মানসিক নির্যাতন করতেন। একই সঙ্গে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত তিনি। হাসপাতালেও তিনি তাঁর পছন্দমতো নার্স নিয়োগ দেন। মন চাইলে দুই দিন পর আবার চাকরিচ্যুত করেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক কলেজের ডিএমসি নার্সিং পঞ্চম বর্ষের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের শেষ নেই। এত দিন আমাদের ভয় দেখিয়ে চুপ রাখা হয়েছিল। অধ্যক্ষ আল্পনা আক্তার পদত্যাগ করায় স্বস্তি প্রকাশ করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।’

এ বিষয়ে জানতে চাইলে আল্পনা আক্তার বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। উপহার নিয়েছি সত্য, তবে জোর করে নয়। শিক্ষার্থীরা স্বেচ্ছায় আমাকে দিয়েছে। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সত্য নয়।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য