Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে অনৈতিক প্রস্তাব দিয়ে খুন হন যুবক, প্রেমিক-প্রেমিকা আটক

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জে অনৈতিক প্রস্তাব দিয়ে খুন হন যুবক, প্রেমিক-প্রেমিকা আটক
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইরে অন্যের প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহতের লাশ উদ্ধারের চার ঘণ্টার মাথায় খুনের রহস্য উদ্‌ঘাটন করে এতে জড়িত ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র‍্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টায় র‍্যাব-৪ মানিকগঞ্জ (সিপিসি-৩) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত বুধবার রাতে ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কোথাও না পাওয়া গেলে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যার কারণ অনুসন্ধান করে র‍্যাব জানায়, ফোর্ডনগর এলাকার বিজয় (১৯) ও শ্রাবণী আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী চাচা রুবেল মিয়া বিজয়ের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেন এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলেন, অন্যথায় দেখে নেওয়ারও হুমকি দেন। এরপর শ্রাবণী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো প্রেমিক বিজয়কে জানান শ্রাবণী। তারপর দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন।

র‍্যাব আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে ফোর্ডনগর এলাকার একটি ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলেন। রুবেল মিয়া সেখানে এলে আগে থেকে ওত পেতে থাকা বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪ মানিকগঞ্জের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় ও শ্রাবণী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল