হোম > সারা দেশ > ফরিদপুর

এমপি নিক্সনের চাপে সরে গিয়ে জনগণের চাপে ফেরা চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট। 

আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। 

এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই। 

পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি। 

এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। 

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন