Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

গাজীপুর প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন। 

পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা। 

তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার