হোম > সারা দেশ > টাঙ্গাইল

কোমল পানীয়, চিপস আর ফলমূল খায় রাজা-বাদশা

ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল) 

কোমল পানীয়, চিপস, চানাচুর খেতে পছন্দ করে রাজা আর বাদশাহ। আপেল, কমলাও আছে তাদের খাবারের মেনুতে। আশ্চর্য ব্যাপার হলো, রাজা ও বাদশা দুটি ছাগলের নাম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামে ছাগল দুটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকেও আসছে মানুষ।

ছাগল দুটির মালিক সার পলশিয়া গ্রামের আব্দুল জলিল জানান, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে ৩০ হাজার টাকায় ছাগল দুটি কেনেন। আদর করে একটির নাম রাখেন রাজা, আরেকটির বাদশা। শখের বসে কেনা ছাগল দুটিকে খুব যত্নের সঙ্গে লালন-পালন করে আসছেন তিনি। নাম যেমন রাজা-বাদশাহ, তেমনি ভোজনরসিক ছাগল দুটি। এদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে চানাচুর, চিপসসহ বিভিন্ন ধরনের ফল যেমন—আপেল, আঙুর, কলা। টাইগার, স্পিড, কোকাকোলাসহ বিভিন্ন কোমল পানীয়ও এদের প্রিয়। এ ছাড়া সাধারণ খাবার ভুসি, কাঁঠালপাতা—এসবও খাওয়ানো হয়।

জলিল আরও জানান,  গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। বাড়িসহ দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। তিনি বাজার কিংবা কাজে যেখানেই যান না কেন, পিছু নেয় রাজা-বাদশাহ। পছন্দের খাবার পেলেই শান্ত থাকে তারা।

শখের বসে লালন-পালন করলেও ভালো দাম পেলে কোরবানির ঈদে রাজা-বাদশাহকে বিক্রির চিন্তাভাবনা করছেন আব্দুল জলিল ও স্ত্রী ফিরোজা বেগম।

জলিল বলেন, প্রতিদিন বাড়িতে ছাগলের ক্রেতারা আসছেন। অনেকেই ২ লাখ টাকা দাম হাঁকান। এখানে বিক্রি করতে না পারলে কয়েক দিন পর হাটে নিয়ে যাব। দুটি ছাগলের মূল্য নির্ধারণ করেছি ৩ লাখ টাকা। দেড় বছরে খেয়েছে এক লাখেরও বেশি টাকার খাবার।

ফিরোজা বেগম বলেন, ‘আমার স্বামী আব্দুল জলিল ডাকলেই তাঁর কথা শোনে রাজা-বাদশাহ। তাদের যে কেউ সামলাতে পারে না। শক্তি দিয়ে এদের সামলানো যায় না। স্বামীর পাশাপাশি আমি যত্ন নেই। ওরা কিছুক্ষণ বাড়িতে না থাকলে কেমন যেন খালি খালি লাগে।’

ছাগল দুটির মাথা, গলায় কালোর প্রভাব বেশি, তবে শরীরের বাকি অংশ চকচকে সাদা। লোম কোঁকড়ানো। ধারালো শিং দুটোও নজর কাড়ে। আব্দুল জলিলের বাসায় গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির রাজা-বাদশাহকে দেখতে ভিড় করছে উৎসুক মানুষ। এদের কেউ কেউ প্রতিবেশী, কেউ আবার এসেছেন বেশ দূরে থেকে।

স্থানীয় বাসিন্দা হাসেম বলেন, ‘জলিলের নিজের পালিত ছাগল দুটির দাম চাইছেন ৩ লাখ টাকা। রাজা-বাদশাহর দাম গরুর দামের চেয়েও বেশি। তাই ছাগল দুটি দেখতে আসছি।’ 

আরেক এলাকাবাসী করিম বলেন, ‘আমাদের সামনেই ছাগল দুটি বড় হয়েছে। ছাগলের এমন খাবার খাওয়া আগে কখনো দেখিনি।’

পাকুল্লা থেকে দেখতে আসা মিজান বলেন, ‘লোকমুখে শুনে আমার বিশ্বাস হয়নি ছাগলে এমন খাবার খায়। তাই নিজ চোখে দেখতে এসেছি।’

স্থানীয় ফল দোকানদার রবিন ও হাসিব বলেন, রাজা-বাদশার জন্য আমাদের এখান থেকে প্রতিদিন নানা রকম ফল কিনে নেওয়া হয়। এ ছাড়া বিকেল হলেই জলিলের সঙ্গে বাজারে আসে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭