হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন-পরবর্তী সহিংসতা: সাভারে আ.লীগ ও কৃষক লীগের নেতাসহ গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার পৌর এলাকার কাতলাপুড়ে ওই সহিংসতার ঘটনা ঘটে। এতে নৌকা ও ঈগল প্রতীকের ১০ সমর্থক আহত হন। 

গ্রেপ্তারকৃতরা হলেন ঈগল প্রতীকের সমর্থক সাভার পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং নৌকা প্রতীকের সমর্থক সায়েম হোসেন লাদেন ও ইকবাল হোসেন সম্পদ। 
 
ওসি আকবর আলি খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাতলাপুড়ে ঈগল ও নৌকার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আব্দুল হালিম মীমাংসার জন্য গত বুধবার রাত ৯টার দিকে উভয় পক্ষকে নিয়ে কাতলাপুড়ে তাঁর দোকানে বসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে। 

ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই রাতে থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য