হোম > সারা দেশ > ঢাকা

পছন্দের প্রার্থীকে জেতাতে ভোটারদের চাপ প্রয়োগের অভিযোগ এমপির বিরুদ্ধে 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তিনি একজন প্রার্থীকে সমর্থন করে জয়ী করতে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত ও চাপ প্রয়োগ করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 কৈ মাছ প্রতীকের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন এ অভিযোগ তুলেছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মো. মকবুল হোসেন কৈ মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মকবুল হোসেনের নির্বাচনী এলাকায় সংসদ সদস্য সোহরাব উদ্দিন এলাকায় অবস্থান করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত ও চাপ প্রয়োগ করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান চুন্নু ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত ২৯ এপ্রিল বিকেলে তিনি তাঁর সিদ্ধান্তের বিষয়টি কর্মী-সমর্থকদের জানিয়েছেন। 

বর্তমানে নির্বাচনী লড়াইয়ে থাকা চার চেয়ারম্যান প্রার্থী হলেন মো. রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল), এ কে এম দিদারুল হক (দোয়াত-কলম), মো. মকবুল হোসেন (কৈ মাছ) এবং এমদাদুল হক জুটনকে (আনারস)। 

স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান প্রার্থী নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি থাকলেও নির্বাচনে দলের সবচেয়ে বড় অংশটির সমর্থন পাচ্ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রেনু। টানা দুবার তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এবার নির্বাচিত হলে হ্যাটট্রিক জয় হবে তাঁর। কিন্তু এ পথে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন ও তাঁর অনুসারীরা। তাঁরা প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটনের পক্ষে অবস্থান নিয়েছেন। 

এমপি সোহরাবের ঘনিষ্ঠ ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ এক নির্বাচনী সভায় জানিয়েছেন, গত সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরাই এবার উপজেলা নির্বাচনে জুটনের কেন্দ্র কমিটিতে থাকবেন। এমপি পক্ষের এমন প্রকাশ্য অবস্থানের পর এমদাদুল হক জুটন এমপির প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন। 

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিনের নেতৃত্বে আনারস প্রতীকের প্রার্থী জুটনের পক্ষে নির্বাচনী মিছিল করা হয়। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিষয়টি নিয়ে তাঁদের উদ্বেগ ও আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। 

কৈ মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন বলেন, ‘সংসদ সদস্য ও তাঁর অনুসারীরা আনারস প্রতীকের প্রার্থী জুটনকে পাস করাতে উঠেপড়ে লেগেছে। সংসদ সদস্যের এসব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে লিখিত অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এগুলো আমার নামে মিথ্যা অভিযোগ। আমি এলাকাতেই নাই।’ 

জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শুক্রবার অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি দেখব।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন