হোম > সারা দেশ > গাজীপুর

তাজউদ্দীন হাসপাতালে ঘুষ দিলেই মেলে চাহিদামতো ময়নাতদন্ত রিপোর্ট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে টাকার বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের সদস্যরা অভিযান পরিচালনা করে এ সত্যতা পান। এ সময় তাঁরা ঘুষের বিনিময়ে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের কিছু কাগজপত্র জব্দ করেন।

দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ঘুষের বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনসহ ফরেনসিক ডিপার্টমেন্টের নানা অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান। অভিযানে অংশ নেন দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, মশিউর রহমান ও সাগর সাহা।

অভিযানে টিমের সদস্যরা ছদ্মবেশে ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা টাকার বিনিময়ে রিপোর্ট পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া অভিযানকালে ঘুষ লেনদেন এবং এ-সম্পর্কিত কথোপকথনে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করলে ঘুষ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ফরেনসিক বিভাগের প্রধান মাজহারুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ জোবায়দার সঙ্গে কথা হয়। এনফোর্সমেন্ট টিম মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছ থেকে অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। পরে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে