গুলিতে নিহতের ১ যুগ পর মমতাজের বিরুদ্ধে হত্যা মামলা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৪: ৩৪

‎মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমসহ ৯০ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামি আওয়ামী লীগের ৫২ নেতা-কর্মী ও ৩৮ পুলিশ সদস্য। 

‎গতকাল বুধবার মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুলদের আদালতে নিহত মাওলানা নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯০ জন আসামি ছাড়াও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। 

‎মামলার বাকি আসামিরা হলেন—সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম মো. বাশার, পৌর প্যানেল মেয়র সমেজ উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিনসহ ৫২ জন। 

‎পুলিশ সদস্যদের মধ্যে আসামিরা হলেন—তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের ওসি মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিঙ্গাইর থানার এসআই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৮ জন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন গণজাগরণ মঞ্চ থেকে মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাইর পৌরসভার গোবিন্ধল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রিভলবার, চাইনিজ পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ পুলিশ বাহিনীর সঙ্গে উপস্থিত হয়ে বাধা দেয়। 

এক পর্যায় মুসল্লিদের লক্ষ্য করে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে গোবিন্ধল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। এতে আহত হন আরও অর্ধশতাধিক মুসল্লি। 

এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে। 

এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর ১ যুগ পর গতকাল মামলা করেন নিহতের ভাই।

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬