হোম > সারা দেশ > রাজবাড়ী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ২ আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশীর ধুলদী কৃষ্ণপুর গ্রামের নজের আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর খানের ছেলে ফকের খান (৪৫)। 

দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ বলেন, ‘দুপুর আড়াইটার দিকে দুই মোটরসাইকেল আরোহী দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজার থেকে পাচুরিয়া ইউনিয়নের সারেংবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দাদশীর ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাখাওয়াতের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।’ 

ইউপি চেয়ারম্যান বলেন, ‘দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। সেখান থেকে তাঁদের ঢাকায় রেফার করা হয়। ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে বিকেলে মিলন খান এবং সন্ধ্যার দিকে ফকের খান মারা যান।’ 

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। এ বিষয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ওসি।

রাত ১০টায় সদর থানার ডিউটি অফিসার এএসআই রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।’

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল