হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির হেলপার। এ ঘটনায় সোহেল মণ্ডল (৩২) নামের একজন ট্রাক চালকও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘চাকা নষ্ট হলে রাস্তার পাশে সাইড করে মেরামত করছিলেন ট্রাকের চালক ও হেলপার। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর আছড়ে পরে। এতে থেমে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং চলতি ট্রাকের হেলপার আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সোহেল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে আহত ট্রাকচালক সোহেল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তাঁর হেলপার ছিল হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পাল্টানোর সময় ওই ট্রাকটি এসে তাঁদের ধাক্কা দেয়। 

হাসারা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. খোরশেদ বলেন, ‘অপর ট্রাকটির চালক পলাতক রয়েছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশি হেফাজতে রয়েছে।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন